সেবা ডেস্ক: সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এ তথ্য জানান।
আমিন উদ্দিন মানিক বলেন, জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার ১ নং আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে তাকে জামিন কেন প্রদান করা হবে না-সেই প্রশ্নে দুই সপ্তাহের রুল দিয়েছেন উচ্চ আদালত।
জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ জগলুল কবির।
সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু কারাগারে রয়েছেন।
সংবাদ প্রকাশের জেরে গত বছর ১৪ জুন রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। তার ওপর পৈশাচিক হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় বিক্ষুব্ধ হয় গোটা সাংবাদিক সমাজ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন বিকেল ৩টায় মারা যান সাংবাদিক নাদিম।
এ ঘটনায় ১৮ জুন নাদিমের স্ত্রী বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। আসামীদের মধ্যে মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, জাকিরুল, রেজাউল ও মনিরুলসহ অনেককে গ্রেফতার করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।