জামালপুরে তাপদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের উদ্যোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চলমান তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের জন্য বিশুদ্ধ পানি পান করানোর উদ্যোগ নেয়া হয়েছে। 

জামালপুরে তাপদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের উদ্যোগ


জামালপুর ৫ আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদের পরিকল্পনা ও নির্দেশনায় প্রশাসন ও পৌরসভা উদ্যোগটি বাস্তবায়ন করছে।

গত শনিবার শহরের বকুলতলা চত্বরে বিশুদ্ধ পানি পান করানোর কর্মসূচি উদ্বোধন করেন পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মাসুম আলম খান, অধ্যাপক আবু তালেব, এস এম আব্দুল জলিল, অধ্যাপক শফিকুর রহমান, পৌর কাউন্সিলর বিজু আহম্মেদ, সাইদা আক্তার, মাকসুদুর রহমান কালাম, একেএম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জামালপুর শহরের জনবহুল বিভিন্ন এলাকায় জামালপুর পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বিশুদ্ধ পানি সরবরাহ করছে। রোভার স্কাউটস, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন, রক্তের বন্ধন, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর, বøাড ডোনেট ক্লাব, প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন, বিডি ক্লিন জামালপুর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা তৃষ্ণার্তদের পানি পান করানোর কাজে সহযোগিতা করছে। তারা সাধারণ পথচারীদেরকে সহজে নিরাপদ, বিশুদ্ধ সুপেয় পানি ও স্যালাইন যুক্ত পানি পান করাচ্ছে। তাছাড়াও তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিভিন্ন বার্তা প্রচার করা হচ্ছে। চলমান তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গেছে।

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top