আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, হাজার হাজার নেতাকর্মী জেল-জুলুম সহ্য করছেন, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এরপরও আমরা বিএনপির রাজনীতি করছি, আমরা দেশের জনগণের মুক্তির অপেক্ষার প্রহর গুণছি। আমরা জীবন বাজি রাখব, প্রয়োজনে রক্ত দিব, জীবন উৎসর্গ করব, রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে অবৈধ ভোটডাকাত স্বৈরশাসককে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিব।
শনিবার বিকেলে জামালপুর শহর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কল্যাণে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার করব। দেশের এই দু:সময়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবত হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের অংশ নিতে হবে।
শনিবার বিকেলে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে শহর বিএনপি আয়োজিত কর্মসূচিতে আলোচনা সভায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপি সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।