সেবা ডেস্ক: জামালপুরে বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সরিষাবাড়ী থানার একটি টহলদল পৌর শহরের বাউশী বাঙ্গালীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রুকনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, সক্রিয় দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে।
এ সময় রুকন পালিয়ে যায়। সে মোতালেবের ছেলে। রোকনের নামে মাদকসহ ৪টি মামলা আছে। রুকনকে গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।