বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: আগামি ২১ মে বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নিজের মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন টানা চার বার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তার ।
বকশীগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে আব্দুর রউফ তালুকদারের ভোট প্রার্থনা |
বকশীগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে আব্দুর রউফ তালুকদারের ভোট প্রার্থনা
জয়ের ধারাবাহিকতা রক্ষা ও শান্তির বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন গণমানুষের নেতা হিসেবে পরিচিত মো. আব্দুর রউফ তালুকদার।
তিনি বুধবার (৮ মে) বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার এলাকা , পান হাটি মোড়, মধ্য বাজার, পুরাতন গরুহাটি সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজের মোটরসাইকেল প্রতীকে ভোট চান ভোটারদের নিকট।
জয়ের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও মোটরসাইকেল প্রতীকে ভোট দিতে বকশীগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানান।
এছাড়াও বাট্টাজোড় ইউনিয়নের ফুলদহ পাড়া, সদর ইউনিয়নের সূর্যনগর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও এলাকার ভোটারদের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রউফ তালুকদার।
বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তারের গণসংযোগ
বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তারের গণসংযোগ |
জামালপুরের বকশীগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় দফা নির্বাচন উপলক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তার।
তিনি বুধবার (৮ মে) বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তাঁর ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সহসভাপতি।
গণসংযোগকালে নজরুল ইসলাম সাত্তার ছাড়াও এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, সাবেক পৌর কাউন্সিলর রহিমা বেগম, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নজরুল ইসলাম সাত্তার তাঁর ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আগামী ২১ মে উপজেলা চেয়ারম্যান পদে তাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।