জামালপুরে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ডামি উপজেলা নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। 

জামালপুরে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ


শনিবার (৪ মে) দুপুরে শহরের কথাকলি মার্কেট থেকে দায়াময়ী এলাকা পর্যন্ত পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও পানির বোতল বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। 

লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সহ সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

লিফলেট বিতরণ শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বিএনপি নেতা অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না। বিগত ডামি জাতীয় নির্বাচনের মত দেশের জনগণ একতরফা ডামি উপজেলা ও সকল স্থানীয় সরকার নির্বাচনে ভোট বর্জন করবে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।  

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top