সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের মো: আবুল কালাম আজাদ। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: আরিফ খান রাসেল বই প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে নির্বাচিত হয়েছেন।
মো: আবুল কালাম আজাদ ৩০ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোলাইমান হোসেন সোলাই মোটর সাইকেল প্রতীক নিয়ে ২৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো: আরিফ খান রাসেল বই প্রতীক নিয়ে ২৯ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: দুলাল হোসেন টিয়াপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭২৯ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীক নিয়ে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদা আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।