জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ ঘুর্ণিঝড় চলাকালে অটোচালক নাজমুল হাসান (৩৫) আহত হয়েছে। সে বেতমারি গ্রামের মুন্না শেখের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসি জানিয়েছেন, ২৮ মে সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে মেলান্দহ যাবার পথে মামাভাগিনা বেইলি ব্রিজের পশ্চিমে রাস্তার পাশে থাকা একটি গাছ উপড়ে অটোরিক্সার উপর পড়ে। এতে অটোরিক্সাটি ভেঙ্গে চালক নাজমুলের মাথায় আঘাত প্রাপ্ত হয়।
পথচারিরা উদ্ধার শেষে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
অপরদিকে ২৭ মে বিকেলে ঘুর্ণিঝড়ে মামাভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বট গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।