সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর কাভার্ডভ্যানের দরজার ধাক্কায় আব্দুল মোতালেব (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব বকশীগঞ্জ পৌর এলাকার টালিয়াপাড়ার ইউনুছ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ বাজার থেকে পৌরসভার নয়াপাড়া এলাকার দিকে যাচ্ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড একটি কাভার্ডভ্যান।
অপরদিকে নয়াপড়া থেকে উপজেলা পরিষদ চত্বরের দিকে যাচ্ছিল ভ্যানগাড়িটি। উপজেলা চত্বরে পৌঁছলে হঠাৎ করেই কাভার্ডভ্যানের পেছনের দরজা খুলে ভ্যানচালকের মাথায় লেগে আহত হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, কাভার্ডভ্যানের পেছনের দরজা হয়তো লক করা ছিল না। হঠাৎ করে দরজা খুলে ভ্যানচালকের মাথায় ও বুকে আঘাত লাগে। পরে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।