লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অচেতনাবস্থায় উদ্ধার হওয়া মো.রুবেল(২২) নামে রোহিঙ্গা যুবকটিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দিলেন ইসলামপুর থানা-পুলিশ।
গত বৃহস্পতিবার(১১এপ্রিল) রাতে ইসলামপুর থানা থেকে ওই যুবককে নিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পথে রওনা দেয় ইসলামপুর থানা-পুলিশ।
থানার পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মোশারফগঞ্জ ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে অচেতনাবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ইসলামপুর থানার উপপরিদর্শক মো.আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদে সে তার নাম মো.রুবেল (২২) সে মায়ানমারের রাখাইন রাজ্যের মুন্ডুপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে বলে পুলিশকে জানায়। মো.রুবেল রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প কক্সবাজারের কুতুপালংয়ে বসবাস করে আসছিলো বলে জানাযায়।
রোহিঙ্গা যুবক রুবেল আরো জানায়,গত বুধবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে মো.শহিদ এবং মো.রুমান নামে দুই রোহিঙ্গার সঙ্গে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যাওয়ার পথে ইসলামপুরে সড়কের পাশে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয় তাকে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসা শেষে তাকে পৌছে দিতে বৃহস্পতিবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে পুলিশের একটি দল রওনা দেয়। শুক্রবার বেলা ১১দিকে থানার সহকারী উপ-পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম রোহিঙ্গা যুবক রুবেলকে ক্যাম্পে পৌছে দিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।