লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন,দেশের ক্রীড়াঙ্গন এখন শুধু দেশের মাটিতে নয়, বিশ্বের মাটিতেও উজ্জল নক্ষত্র হয়ে দেখা দিয়েছে।
দেশকে বড় সম্মানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায়। তিনি যেভাবে ক্রীড়াঙ্গনকে উন্নত করেছে, বিগত কোন সরকারের আমলে তা হয়নি।
মন্ত্রী রবিবার সন্যায় জামালপুরের ইসলামপুরের উপজেলা প্রশাসন আয়োজনে বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডল মিলানায়তনে উপজেলা গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সন্তান সার্ফ অনুর্ধ্ব ১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দলের স্ট্রাইকার সুরমা জান্নাতকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী আরো বলেন-আগামী দিনে দেশ পরিচালনা করবে আজকের ক্রীড়াবীদরা। ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোকিত করেছেন। তার সকল স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগীতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ,খলিলুর রহমান,সরদার জাকিউল হক,উপজেলা প্রকৌশলী আমিনুল হক প্রমূখ বক্তব্য রাখেন। পরে সুরমা জান্নতাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান সহ সকল সহযোগীতার আশ্বাস দেওয়া হয়। পরে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডল নির্মিত মিলানায়তনের শুভ উদ্বোধন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।