জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়িতে স্কুলছাত্র উজ্জ্বল (১৪) হত্যায় কিশোর গ্যাং প্রধান আসামী পরাণসহ সন্দেহভাজন আরেকজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, চরবালিয়া গ্রামের উসর আলীর ছেলে উজ্জল ২৭ মার্চ সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয়।
উজ্জল সানাকৈর শেখ খলিলুর রহমান কারিগরি বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
৩১ মার্চ সেপিটি ট্যাংকে প্রচন্ড দুর্গন্ধের কারণে ট্যাংক খোলে উজ্জলের মৃতদেহ উদ্ধার করলে হইচই পড়ে যায়।
এ ঘটনায় ১ এপ্রিল নিহত উজ্জলের পিতা উসর আলী বাদি হয়ে সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন।
অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান-পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।