সেবা ডেস্ক: জামালপুরের মেলান্দহ পৌরসভার প্রতিষ্ঠাতা কমিশনার, সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল ৫ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি...রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
ওইদিন বিকেল সাড়ে ৩টায় মরহুমের নামাজে জানাজা শেষে পাচুরপাড়া গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন যাবৎ তিনি দুরারোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর অকাল মৃত্যু বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।