নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বহিস্কৃত শিক্ষককে মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদের নিয়োগ বাতিল করার পর কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে কামরুল হাসান সবুজকে সরিয়ে দিয়েছে জাতীয় বিশ^বিদ্যালয়।
গভর্নিং বডির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসারকে মনোনয়ন দেওয়া হয়েছে। পদ হারানো কামরুল হাসান সবুজ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কলেজের অধ্যক্ষসহ তিন পদে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।
সবুজ গভর্নিং বডির সভাপতি পদ হারানোর পর কলেজের নথিপত্র ও রেজুলেশন বই নিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।
এর আগে অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা মিয়ার নিয়োগ বাতিল হয়। চিঠির নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নিয়োগ বাতিলের নিদের্শনা মানেননি কলেজের গভর্নিং বডি। অবৈধ অধ্যক্ষ মাহবুবুর রশীদ কলেজের তহবিল থেকে কয়েক দফায় টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে।
গত ৬ এপ্রিল জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় বিশ^বিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি কামরুল হাসানের মনোনয়ন পরিবর্তনপূর্বক পদস্থলে সভাপতি হিসেবে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ১১ মার্চ মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতার নিয়োগ বাতিল করে জাতীয় বিশ^বিদ্যালয়। ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, মাহবুবুর রশীদ শিবগঞ্জ উপজেলার পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ।
ওই প্রতিষ্ঠান থেকে সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় মনসুর হোসেন ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে অবৈধ প্রার্থী হিসেবে নিয়োগ নির্বাচনী বোর্ডে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে নিয়োগ বোর্ড ও গভর্নিং বডির সুপারিশের আলোকে কলেজের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি স্মারকে অধ্যক্ষ পদে মাহবুবুর রশীদকে নিয়োগের অনুমতি দেওয়া হয়।
এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ বিধি বহির্ভূত ছিল। মাহবুবুর রশীদের নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলার পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের কয়েক লাখ টাকা আত্মসাৎ, চাকরি বিধি ভঙ্গ করাসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সেখানকার উপাধ্যক্ষ মাহবুবুর রশীদকে সাময়িক বরখাস্ত করে গত ৯ নভেম্বর নোটিশ দেয় কলেজ কতৃপক্ষ। মাহবুবুর রশীদ তোতার বিরুদ্ধে ২০১৮ সালে বিস্ফোরকদ্রব্য আইনে নন্দীগ্রাম থানায় মামলা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, আমাকে মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি জেনেছি। তবে অফিসিয়ালি এখনো চিঠি পাইনি।
উল্লেখ্য, মনসুর হোসেন ডিগ্রি কলেজে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগে অর্ধকোটি টাকা বাণিজ্যের অভিযোগ তুলে কলেজের গভর্নিং বডির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান সবুজ ও বিধি বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতার অপসারণসহ তদন্তপূর্বক শাস্তির দাবিতে স্থানীয়রা আল্টিমেটাল দেন। পরে আন্দোলন শুরু হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।