সেবা ডেস্ক: চলতি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন মোঃ মিজানুর রহমান মজনু। তার প্রতীক হচ্ছে ঘোড়া।
আগামী ৮ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মিজানুর রহমান মজনু ৫ আগস্ট ১৯৭৯ ইং সালে মাতৃতালয়ে (দক্ষিণ টাপুরচর) গ্রামে জন্ম গ্রহণ করেন। জনপ্রিয় এই নেতার পিতার নাম আলহাজ্ব মো. আব্দুল হামিদ এবং মাতা মোছা. মনোয়ারা কেগম। ১৯৯০ সাল পর্যন্ত তিনি বাউশমারী গ্রামে বেড়ে উঠেন। পরবর্তীতে তিনি উত্তরপাড়া গ্রামে স্থায়ীবাসিন্দা হিসেবে বসবাস করতেছেন। অত্যন্ত মেধাবীর পরিচয় দিয়ে ১৯৮৯ সালে রৌমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত হয়ে উর্ত্তীন হন তিনি। পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় হতে এসএসসিতে স্টার মার্কসহ প্রথম বিভাগে এবং ১৯৯৭ সালে রৌমারী ডিগ্রি কলেজ হতে এইচএসসিতে প্রথম বিভাগে উর্ত্তীন হয়েছেন। মেধার স্বাক্ষর রেখে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ হতে প্রথম শ্রেণীতে এমএস ( থিসিস) পরীক্ষায় উর্ত্তীন হন। ২৭তম বিসিএস এ উর্ত্তীন হয়েও নানান জটিলতার কারনে যোগদান করতে পারেনি তিনি। ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে ডা. কুদরত- ই-খোদা ফেলো হিসেবে কর্মরত ছিলেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত তিনি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর কেন্দ্রিয় বিশ্ববিদ্যালয় কলেজের বিভাগীয় প্রধান হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে কর্মরত আছেন। শিক্ষকতা পেশায় তিনি শিক্ষকদের সরসরি ভোটে পরপর তিনবার শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সর্বচ্চ ভোটে নির্বাচিত হয়ে শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি বেসরকারি ভাবে মুজিব শতবর্ষ পদক, বেগম রোকেয়া পদক ও জাতীয় কবি কাজি নজরুল ইসলাম গোল্ডেন পদকে ভূষিত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে রির্সোচ পার্সন হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত জানালে পাঁচটি গবেষণা পেপার প্রকাশ করেছেন। এছাড়াও তিনি অর্নাস লেবেলের দুইটি বইয়ের যৌথভাবে প্রকাশনা ও সম্পাদনা করেছেন। মিজানুর রহমান শিক্ষকতার পাশাপাশি রক্তদান সংগঠন বাধনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ঈদগা মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা করে আসছেন নিরবে। তাছাড়াও তিনি এতিম ও দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও অসহায় মানুষের সব সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
জনাব মিজানুর রহমান মজনু বলেছেন, আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি। আমার প্রতীক ঘোড়া। আগামী ৮ তারিখে জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের মাঝে স্বচ্ছলতার মাধ্যমে বাস্তবায়ন করা, রাস্তাঘাট পাঁকাকরণসহ মাদক ও দূর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এজন্য তিনি এলাকাবাসির কাছে দলমত নির্বিশেষে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।