বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও হস্ত লেখা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্পন্ন হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা কার্যকরী পরিষদ সদস্য আবরার হাসান রিয়াদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা চট্টগ্রাম জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জাকের উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা, ডিবেট বাংলাদেশের সাবেক পরিচালক এডভোকেট ইমরান হোসাইন, সহকারী ভূমি অফিসার মিজানুল কবির, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মিজান সিকদার।
উক্ত আয়োজনে ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত, আবু হানিফা, মিজবাহ উদ্দীন ও মাঈন উদ্দীন বক্তব্য রাখেন।
এ সময় প্রতিযোগীতায় উর্থীর্ণ শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল, মাদরাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।