লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট ৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী ৮ জনের মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
২১ এপ্রিল (রোববার) মনোনয়ন পত্র তারিখের শেষ দিনে অনলাইনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, সাবেক বিএনপি ও বর্তমান জাতীয় পার্টির নেতা মশিউর রহমান বাদল অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ,সাবেক ছাত্রনেতা ফারুক ইকবাল হিরু,আঃ লতিফ মিয়া অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া,যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথিঁ,যুব মহিলা লীগের সাবেক আহবায়ক আঞ্জু মনোয়ারা মনোনয়ন পত্র দাখিল করেন।
উল্লেখ্য আগামি ২১ মে ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।