নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে অসচ্ছল নারীদের মাঝে ঈদ উপহারের শাড়ি বিতরণ ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম তানসেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে পেংহাজারকি এলাকায় সংসদের কার্য উপদেষ্টা কমিটি ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম তানসেন এমপি ঈদ উপহারের শাড়ি বিতরণকালে সঙ্গে ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপজেলা শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হানিফ, সাংবাদিক আব্দুল আহাদ।
উপস্থিত ছিলেন স্থানীয় শামছুল হক, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম রেজা, ইয়াকুব আলী প্রমুখ।
এরপর ধুন্দার বাজার ও ভদ্রদিঘীসহ বিভিন্ন বাজারে জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন সংসদ সদস্য।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।