জামালপুর সংবাদদাতা: জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল র্যালি, মেলা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজন করেছে।
সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিবসের উদ্বোধন করেন-জেলা প্রশাসক মো: শফিউর রহমান।
হতদরিদ্র-বিচারপ্রার্থীদের দ্রæত মামলা নিস্পত্তির জন্য লিগ্যাল এইড বিনামূল্যে আইনী সহায়তা জোরদারের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন-সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এহ্সানুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আবার আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ওইদিন আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড মেলা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭টি স্টল অংশ গ্রহণ করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।