কাজী শরিফ উদ্দিনের জামালপুর জেলা প্রেস ক্লাব পরিদর্শন

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলা প্রেসক্লাব পরিদর্শনে আসেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, কলামিস্ট, টকশো পারসন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও  উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল অব.কাজী শরিফ উদ্দিন। 

কাজী শরিফ উদ্দিনের জামালপুর জেলা প্রেস ক্লাব পরিদর্শন


 ২৬ এপ্রিল সন্ধ্যায় প্রেস ক্লাবে সভাপতি এড. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যান্য সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। 
(ads1)

কাজী শরিফ উদ্দিনের সাথে সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের জীবনযাত্রার মান এবং ক্লাবের সার্বিক অবস্থার খোজঁ-খবর নেন। 

একইসাথে বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষাপটের উপর বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।  এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 
(ads2)

কাজী শরিফ উদ্দিন জামালপুর জেলার ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে আগ্রহ ভরে জানতে চান। ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এ বিষয়ে আলোচনা করেন। সবশেষে কর্নেল কাজী শরীফ উদ্দিনকে ক্লাবের সদস্য শাহ জামালের লেখা মুক্তিযুদ্ধের স্মৃতিকথা মেলান্দহ নামক একটি বই উপহার দেওয়া হয় জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে।

এ সময় অনান্য সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুন,এনটিভির জেলা প্রতিনিধি আসমাউল আসিফ, বিশিষ্ট কবি ও সাহিত্যক শাহ জামাল, ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেব, জণবানী জেলা প্রতিনিধি এম কাওছার সৌরভ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

কর্নেল শরীফের সফর সঙ্গী বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা আহবায়ক এসএম আল ফাহাদ এবং সদস্য সাংবাদিক সূকর্ন।

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top