জামালপুরে স্কুল ছাত্রী অপহরণ-ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন মহিষ বাথান এলাকায় চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ফয়সাল রহমান মিশুক (৪০)কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর পূর্বপাড়া এলাকায় যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

জামালপুরে স্কুল ছাত্রী অপহরণ-ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার


জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান গ্রামের শিশু অপহরণ -ধর্ষণ মামলার আসামী ফয়সাল মিশুককে (৪০) আটক করেছে র‌্যাব-১৪। 

১৭ এপ্রিল বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃত মিশুক মহিষবাথান গ্রামের ভুলু শেখের ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-১ কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ,  মহিষবাথান গ্রামের আবুল কাশেমের ১৩ বছরের মেয়ে রসুল মাহমুদ হাই স্কুলের ৭ম শ্রেণিতে পড়ে। মেয়েকে স্কুলে যাতায়াত পথে বিরক্ত করতো অভিযুক্ত মিশু। 

৭ মার্চ সকালে স্কুলে যাবার পথে ওই ছাত্রীকে অপহরণ করে জামালপুর ও ঢাকায় নিয়ে সম্ভ্রমহানি ঘটায়। 
এতেই শেষ নয়, ৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ওই মেয়েকে মহিষবাথান ব্রিজের উপর রেখে যায়। এ ঘটনায় মাদারগঞ্জ থানায় ধর্ষণ-অপহরণ মামলা (নং-১০/৫০) দায়ের হয়।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত মিশু আত্মগোপনে চলে যায়।

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top