জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও নিউজ টুয়েন্টিফোর টিভি চ্যানেলের সাংবাদিক তানভীর আজাদ মামুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‘ঈদে স্ত্রীকে মাংস খাওয়াতে না পেরে স্বামীর চির বিদায়’ শীর্ষক আলোচিত একটি সংবাদের জন্য শুক্রবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি শামীমা খান।
এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ বেতার, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, কোষাধ্যক্ষ এনটিভির আসমাউল আসিফ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এখন টিভির জুয়েল রানা, দৈনিক বাংলা ও নিউজ বাংলা টুয়েন্টিফোরের খন্দকার রাজু আহমেদ ফুয়াদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের কাজকে মূল্যায়ণ করার জন্য জামালপুর জেলা প্রেসক্লাব যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রসংশনীয়।
সাংবাদিকদের অনুপ্রাণীত করতে ও সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যাক্ত করা হয়। পরে প্রধান অতিথি ও অন্যান্যরা সাংবাদিক তানভীর আজাদ মামুনকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।