ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়ে যে দোয়া করা নবী (সা.) এর সুন্নত

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদের দিন ধনী-গরিব, উঁচু-নিচু কোনো ভেদাভেদ থাকে না। সবাই কাঁধে কাঁধ মেলানো, উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময়, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের খোঁজখবর নেয়া, পরস্পর মিলে-মিশে খাবার গ্রহণ- ইত্যাদি মুসলিম সমাজের ঐতিহ্য।

ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়ে যে দোয়া করা নবী (সা.) এর সুন্নত



ঈদের দিন আমরা পরস্পরকে শুভেচ্ছা জানাতে ঈদ মোবারক শব্দটি ব্যবহার করে থাকি। ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি বা উদযাপন ও উচ্ছ্বাস। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময় ও বরকতপূর্ণ। সুতরাং ঈদ মোবারকের অর্থ হলো- ঈদ কল্যাণময় হোক। অথবা আনন্দ উদযাপন কল্যাণজনক হোক।

আমাদের দেশে ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এই প্রচলনটা বেশ সুন্দর ও মানানসই। তবে সালামের আগেই ‘ঈদ মোবারক’ বলা উচিত নয়। কারণে এভাবে শুভেচ্ছা বিনিময় করতে গেলে- আগে সালাম জানানোর আমলটুকু হয় না। এছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি হলো এ দোয়া পাঠ করা : 

تقبل الله منا ومنكم

উচ্চারণ: ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’।

অর্থ: ‘আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে (যাবতীয় ভালো কাজ) কবুল করুন’।

জুবাইর ইবনু নুফাইর (রা.) বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম’। (ফাতহুল কাদির, খণ্ড: ০২, পৃষ্ঠা-৫১৭)

অন্য বর্ণনায় এসেছে- ওয়াসিলা (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। মহানবী (সা.) বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’ (বায়হাকি: ৩/৪৪৬)
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top