রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জুলিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। শিশু জুলিয়া আক্তার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামের নূর আলমের মেয়ে।
স্থানীয় সূত্র জানা যায়, দুপুর ১২ টার দিকে জুলিয়া তাঁর অন্যান্য সঙ্গীদের নিয়ে খেলতে যায়। এক পর্যায়ে তীব্র গরমের কারণে পুকুরে গোসল করতে নামে তাঁরা। গোসল শেষে সঙ্গীরা ফিরে আসলেও ফেরেন নি জুলিয়া আক্তার।
দীর্ঘক্ষণ জুলিয়া বাড়ি না ফেরায় তাঁর পরিবারের সদস্যরা রুাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুকুরে জুলিয়ার মরদেহ ভেসে উঠলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।