বকশীগঞ্জে সরকারি উন্নয়ন সহায়তার হারভেস্টার মেশিন বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তা হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বকশীগঞ্জে সরকারি উন্নয়ন সহায়তার হারভেস্টার মেশিন বিতরণ


গতকাল সোমবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ চত্বরে ৫০ শতাংশ ভুর্তকী মূল্যে কৃষি হারভেস্টার মেশিনটি বিতরণ করা হয়। 

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হারভেস্টোর মেশিনটি কৃষক মাসুুদুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।
(ads1)
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম হারভেস্টার মেশিনের চাবিটি হস্তান্তর করেন। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
(ads2)
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এই প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হারভেস্টারের নির্ধারিত ক্রয় মূল্য ৩২ লাখ টাকার মধ্যে ১৫ লাখ ১০ হাজার টাকা ভুর্তকী প্রদান করছেন। বাকি ১৬ লাখ ৯০ হাজার টাকা কৃষক প্রদান করেছেন। 

কৃষি যান্ত্রিকীকরণের ফলে অল্প সময়ে স্বল্প খরচে হারভেষ্টার মেশিনের মাধ্যে কৃষকরা ধান কাটতে পারবেন। এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top