জামালপুর সংবাদদাতা: শেরপুর জেলার নকলা থানাধীন কুর্শা বাদাগৈড় এলাকায় আন্তঃ জেলা সিএনজি চোর চক্রের মূল হোতা আসামী শ্যামল মিয়াকে জিএমপি গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ষ্টেশন রোড বাস স্ট্যান্ড সংলগ্ন তামিম ফার্মেসীর সামনে হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
জামালপুর র্যাব-১৪ অভিযানে আন্ত:জেলা গাড়ি চোর চক্রের সদস্য সুলতান মিয়া (৩০)কে আটক করা হয়।
৩১ মার্চ দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর টঙ্গী বাস স্যান্ড এলাকা থেকে আটক করেছে।র্যাবের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেএ কথা জানানো হয়।
আটক কৃত সুলতান মিয়াময়মনসিংহের মেসার্স সিলেটি িইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সপের মালিক।
জানা গেছে, শেরপুরের নকলা এলাকার আন্তাজ আলীর ছেলে আ: ছালামের নিজস্ব একটি সিএনজি ভাড়া নেয় সুলতান মিয়া।
হঠাৎ একদিন ড্রাইভার সুলতান মিয়া সিএনজির মালিক আ: ছালামকে সিএনজি নষ্ট হবার কথা বলে গাড়িটি গায়েব করে। এরপর থেকেই ড্রাইভার সুলতান মিয়া গা-ঢাকা দেয়।
এ বিষয়ে গাড়ির মালিক আ: ছালাম বাদি হয়ে ১ ফেব্রুয়ারি ফুলপুর থানায় একটি মামলা (নং-১/২৩) দায়ের করে।
মামলার প্রেক্ষিতে র্যাবের সাড়াশি অভিযানে পলাতক ড্রাইভার সুলতান মিয়াকে আটক করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।