সেবা ডেস্ক: জামাপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নে ধানুয়া গ্রামে কুসুমা বেগম (২৬) নামে এক নারী জমজ দুই ছেলে সন্তান জন্ম দেওয়ার পর মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায় ২৫ শে এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় ঐ নারীর পেটের ব্যথা উঠলে, জরুরি ভাবে শেরপুর বেসরকারী একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
পরবর্তীতে ২৬ শে এপ্রিল শুক্রবার সকাল ৯ টার দিকে সিজারে জমজ দুই ছেলে সুস্থ ভাবে জন্ম হলেও,মা গুরতর অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার একপর্যায়ে রোগীর অবস্থা আরও খারাপ হলে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে আনুমানিক রাতঃ ১১ টার দিকে মৃত্যুবরণ করেন।
মৃতঃকুসুমার স্বামীর নামঃ রুস্তম আলী, তিনি একজন ভ্যান চালক অভাবের সংসারে তার দুইটি কন্যা সন্তান রয়েছে আট বছরের প্রতিবন্ধী বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন ইতিমধ্যে বড় মেয়েটি দুই পাড়া কুরআন মুখস্থ করেছেন।
ছোট মেয়ের বয়স পাঁচ বছর। ২৭শে এপ্রিল শনিবার সকাল ১১ টার দিকে ধানুয়া গ্রামে মৃতঃকসুমার স্বামীর বাড়িতেই জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।