সেবা ডেস্ক: বকশীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খানের দিক নির্দেশনায় পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামী মোঃ রুহুল আমিন (২৬), পিতা সুলতান মিয়া, সাং- বকশীগঞ্জ দাসেরহাট, থানা- বকশীগঞ্জ, জেলা –জামালপুর।
বকশীগঞ্জ থানার এসআই (নিঃ) মানিক মিয়া বাদী হয়ে গত ১৬ মার্চ ২০২৪ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামীকে আজ বৃহস্পতিবার (২রা এপ্রিল ২০২৪) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।