সেবা ডেস্ক: পার্বত্য জেলা বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর অভিযানকালে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের সশস্ত্র শাখা 'কুকি-চিন ন্যাশনাল আর্মির' (কেএনএ) এক সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় সোমবার (২২ এপ্রিল) সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়। এসময় কুকি চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। অভিযানে সেখান থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা যায়, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন- কেএনএফ তথা কেএনএ ২০২২ সালের অক্টোবরে সশস্ত্র তৎপরতার মাধ্যমে মাথা চাড়া দেয়। এরপর নানা তৎপরতার মাধ্যমে পার্বত্য অঞ্চলকে ভয়ংকর করে তোলে কুকি সন্ত্রাসীরা। এমনকি কেএনএফ তাদের ঘাঁটিতে ভয়ংকর জঙ্গিদেরও সশস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করে। এসব প্রেক্ষাপটে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে কেএনএফ প্রধান নাথান বমসহ অধিকাংশরা পিছু হটে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে চলতি বছরের শুরুর দিক দুই দফায় সরকার তথা স্থানীয় প্রশাসনের সঙ্গে শান্তি আলোচনায় বসে স্বাভাবিক জীবনে ফেরার কথা বলেছিল তারা। কিন্তু মুখে শান্তি আলোচনার কথা বললেও নেপথ্যে তারা গোপনে সংঘটিত হয়ে গত ২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা চালিয়ে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে। এবং পরেরদিন থানচিতে ব্যাংকে হামলা, লুট এবং থানায় গুলি বর্ষণের ঘটনা ঘটায়। এইসব প্রেক্ষাপটে সম্প্রতি আবার বান্দরবান তথা পার্বত্য ওই অঞ্চলে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। এরই মধ্যে গত শনিবার বান্দরবানে কেএনএফ সন্ত্রাসীদের গুলিতে একজন সেনা সদস্যও নিহত হয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।