শামীমুল ইসলাম তালুকদার: জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"ক্রীড়াঙ্গনের উন্নয়ন,শেখ হাসিনার দর্শন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিবছরের ন্যায় দিবসটি পালনন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা ক্রীড়া সংস্থা থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসন শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শাহাদৎ হোসেন ভুট্টো ,সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন,যুগ্ম সাধারন সম্পাদক ফারহান আহমেদ, সদস্য রাজন সাহা রাজু ,সাংবাদিক ফজলে এলাহী মাকাম,শিশিরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা খেলাধুলা গুরুত্বতুলে ধরেন এবং মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজও জাতি গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত কাজ করার উদাত্ত আহ্বান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।