মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারসহ সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
একই দিন পল্লী দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধা এবং হতদরিদ্রদের মাঝে আড়াই লক্ষাধিক টাকার ঋৃণ বিতরণ করা হয়।
সকাল ৮টায় উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে কুচকাওয়াজ এবং অভিবাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও মাহবুবা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, ৮ ডিসেম্বর হানাদারমুক্তকারি আ: করিম কমান্ডার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জাহাঙীর আলম বাবু, অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ, জেলা বার সমিতির সাধারণ সম্পাদক এড. ইসমত পাশা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।