কুয়েত: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মোট জনসংখ্যা ৪৮ লাখ ৫০ হাজার। এর মধ্যে মাত্র ১৫ লাখ নাগরিক স্থানীয়, বাকি ৩৩ লাখ (৭০%) বিভিন্ন দেশ থেকে অভিবাসী। প্রায় অর্ধকোটি জনগণের মাংসের চাহিদা পূরণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পশু-পাখি আমদানি করে থাকে কুয়েত।
বাজার: শুয়েখ, জাহারা, কাবাদ, সোলাইবিয়া এবং অফরা - কুয়েতের বিখ্যাত পশু বিক্রয়ের বাজার। এর মধ্যে সবচেয়ে বড় কাবাদের পশুর হাট। এখানে গরু, ছাগল, উট, দুম্বা ও আরও অনেক জাতের পশু বিক্রি হয়।
বাংলাদেশিদের আধিপত্য: এক সময় এই বাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন অনেক প্রবাসী বাংলাদেশি। কিন্তু সময়ের সাথে সাথে তাদের পরিশ্রম, মেধা ও অভিজ্ঞতার মাধ্যমে তারা শ্রমিক থেকে ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। বর্তমানে এই বাজারের ৮০% বিক্রেতা ও ব্যবসায়ীই বাংলাদেশি।
পশু আমদানি: সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, তুরস্ক ও ইয়েমেন থেকে পশু-পাখি আমদানি করেন এই বাংলাদেশি ব্যবসায়ীরা। আমদানির পর দেশটির বিভিন্ন বাজারে বিক্রি করেন তারা।
বাজারের অবস্থা: আসন্ন রমজান মাস ও ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই পর্যাপ্ত পশু আমদানি করা হয়েছে কুয়েতে। এর ফলে বাজারে গরুর দাম অনেক কমে গেছে। কিছুদিন আগে যে গরুর দাম ছিল চারশ’ দিনারের ওপরে, এখন সেটা তিন থেকে সাড়ে তিনশ’ দিনারে বিক্রি হচ্ছে। তবে চাহিদা বেশি থাকায় দুম্বার দাম বৃদ্ধি পেয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।