জামালপুর সংবাদদাতা: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ উপলক্ষ্যে বিকেলে ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-সংগঠনের সভাপতি কবি আলী জহির জাকাউজ্জামান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামালপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, জেলা প্রেস ক্লাবের সভাপতি এড. ইউসুফ আলী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন-মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।