সেবা ডেস্ক: জামালপুরের মেলান্দহের গরিবের ডাক্তার খ্যাত, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (এসিএমবিএফ) আঞ্চলিক সভাপতি ডা. আলাউদ্দিন সিরাজী ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৫ টায় নিজ বাড়ি কাঙ্গালকুর্শা গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ও ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
কর্মময় জীবনে তিনি মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ বহুবিধ সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘ দিন যাবৎ ক্যান্সার রোগে ভোগছিলেন।
২১ মার্চ সকাল ১০টায় কাঙ্গালকুর্শা মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডা. আলাউদ্দিনের মৃত্যুতে এসিএমবিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহ জামাল, কুলিয়া ইউপি চেয়ারম্যান আ. সালাম প্রমুখ ব্যক্তিবর্গ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।#
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।