জামালপুর সংবাদদাতা: বাংলাদেশ প্রতিদিনের ১৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে জামালপুর জেলা প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি এড. ইউসুফ আলী এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর পৌরমেয়র ছানোয়ার হোসেন ছানু, টিআইবির সভাপতি অজয় কুমার পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আজকের জামালপুর সম্পাদক এম.এ. জলিল, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুকুল রানা, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নিউ নেশনের জেলা প্রতিনিধি শাহ জামাল, দীপ্ত টিভির প্রতিনিধি তানভীর আহমেদ হীরা, চ্যানেল ২৪ নিউজের প্রতিনিধি তানভীর আজাদ মামুন, বাংলাদেশ বেতারের প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, এনটিভির প্রতিনিধি আসমাউল আসিফ, এখন টিভির প্রতিনিধি জুয়েল রানা, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদি মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন-জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিন-ডিবিসির প্রতিনিধি শুভ্র মেহেদী।
অনুষ্ঠান শেষে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আলহাজ মির্জা আজম এমপি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।