জামালপুর সংবাদদাতা: শেরপুর জেলার সদর থানাধীন মধ্য নওহাটা এলাকা হতে লক্ষাধিক টাকার মূল্যের নেশা জাতীয় ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
জামালপুর র্যাব-১৪ অভিযান চালিয়ে মাদক কারবারি আফজাল হোসেন (৫৬)কে গ্রেপ্তার করেছে।
সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রামের আহাদ আলীর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, ১৮ মার্চ দিবাগম রাতে শেরপুর নওহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে প্রায় ৩শ’ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মুল্য লক্ষাধিক টাকা।
গ্রেপ্তারকৃত আফজালকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।