ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: “রাজনীতি যার যার, পূর্ব দিগন্ত সবার”- এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলের অরাজনৈতিক সংগঠন পুর্ব দিগন্তের ইফতার ও মাহফিল ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকেল পুর্ব দিগন্তের সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদের সভাপেিত্ব ও সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম খানের পরিচালনায় ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও মাহফিল ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পুর্ব দিগন্তের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: কামরুল হাসান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা মো: লোকমান হোসেন, উপদেষ্টা মো: মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পুর্ব দিগন্তের উপদেষ্ঠা মো: আব্দুর রহিম মিয়া, ডা মো: শহিদুল ইসলাম, মো: অদুদ খান বাদল, মো: তোফাজ্জল হক সেন্টু, মো: রফিকুল ইসলাম খান জুয়েল, মুহাম্মদ আরিফ হোসেন, মো: শফিকুল ইসলাম খান, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান মো: বেলাল হোসেন, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন বাবু প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।