সেবা ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন তিন বাংলাদেশি প্রবাসী।
নিহতদের মধ্যে দুলাল মিয়া ও কামাল হোসেন কুমিল্লার দেবীদ্বার এলাকার এলাহাবাদ গ্রামের বাসিন্দা।
দুলাল মিয়া ১৬ মাস আগে সংসারের হাল ধরতে ঋণ নিয়ে মালয়েশিয়া যান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দুলালের মা আনোয়ারা বেগম জানান, গত এক বছরে তার স্বামীসহ আরও দুই সন্তান হারিয়েছেন তিনি। এখন দুলালও চলে যাওয়ায় ঋণের বোঝা আরও ভারী হয়েছে।
অন্য নিহত প্রবাসী কামাল হোসেন দুলালের প্রতিবেশী ছিলেন। তিনি ১৪ মাস আগে ঋণ করে মালয়েশিয়া যান। অর্থের অভাবে পড়া শেষ করতে না পারা এই প্রবাসীও ট্রেনের ধাক্কায় নিহত হন।
নিহত তিনজনই কলিং ভিসায় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
পরিবারগুলো এখন তাদের লাশ ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছে।
এই ঘটনায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।