লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের দূর্গম যমুনা নদী পাড়ের হত দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের বাস্তবায়নে উপকারভোগী হত দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ২৩ টি পরিবারের মাঝে বকনা গরু বিতরন করা হয়।
সোমবার (১১মার্চ) বিকালে ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান আঃ মালেক উপকারভোগী সদস্যদের হাতে গরু তুলে দেন।
এ সময় পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের প্রগ্রাম ম্যানেজার সমল মালকিন,বোরহান উদ্দিন,ইউপি সদস্য বাবুল হোসেন,শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে ওয়ার্ল্ড ভিশন ও পারি প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।