জামালপুরে দুস্থদের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

জামালপুরে দুস্থদের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ



মঙ্গলবার বিকেলে শহরের জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির প্রশিক্ষণ মাঠে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচিতে ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার জন্য দিন-রাত নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে থাকে। 

সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি বিভিন্ন দুর্যোগে বা দু:সময়ে আর্ত মানবতার সেবায় অসহায়, দুস্থ, দরিদ্রদের জন্য কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে। 

এরই ধারাবাহিকতায় ৩৫ বিজিবি অসহায়, দরিদ্রদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে। 

কর্মসূচিতে ৩৫ বিজিবির উপ অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে তিন শতাধিক অসহায় দুস্থ্য ও দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। 

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top