সেবা ডেস্ক: বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সংঘের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার ইসলামাবাদে লিটল ফ্লাওয়ার কিণ্ডারগার্টেনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি ও আর্দশ বিদ্যানিকেতন ভুলকোটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সোহেল রানা, মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.নোমান, বাবনাকান্দি-চক হাফিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মো: আব্দুল জব্বার, জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রউফ, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাধারণ সম্পাদক ও পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ। পরে দোয়া পরিচালনা করেন- ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক ও ফতেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো: মুবাশ্বির উদ্দিন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।