লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে।
দেশের আর্থ-সামাজিক কাঠামোকে তিনি এমনভাবে রূপান্তর করেছেন যা শুধু দেশেই নয়, বরং বিদেশেও সমানভাবে প্রশংসিত হয়েছে।
দেশের প্রতিটি সেক্টরে শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিয়েছেন তাতে সামগ্রীক ভাবে বাংলাদেশ উন্নয়নের চূড়ায় পৌঁছেছে।
মন্ত্রী জামালপুরের ইসলামপুরে চর গোয়ালীনি ইউনিয়নের প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কান্দারচর বাজার জিসি রাস্তা,প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ডেফলা- বেনুয়ারচর জিসি রাস্তায় দুটি ব্রীজের উদ্বোধন এবং চর পুটিমারী ইউনিয়নের প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সকাল বাজার, আকন্দপাড়া গ্রামে ও আগ্রাখালী বাজার থেকে বালুর চর তিনটি সড়কের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আগ্রাখালী বাজারে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মান হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, মাথাপিছু আয়, ঘরে ঘরে বিদ্যুৎ,গ্রাম শহরে রুপান্তর সহ সার্বিক উন্নয়নের মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। মধ্যম আয়ের দেশ আজ ২০৪১ সালেই ‘উন্নত দেশ’ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম,জেলা নির্বাহী প্রকৌশলী ছাইদুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আঃ সামাদ প্রমূখ বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।