লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মূল্যায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হলো পুষ্টিমেলা।
রবিবার(১৭মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে পুষ্টি মেলা ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি ফিতা কেটে উদ্বোধন করেন।
স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের সহযোগীতায়-স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, মজিবর রহমান শাহজাহান, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল গোমেজ, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের বোরহান উদ্দিন, চিকিৎসক, জন প্রতিনিধি,স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
মেলায় ৬টি স্টল অংশ নেয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।