উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহিদুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মডেল থানার এএসআই মাসুদ রানা, মোঃ শাহাবুদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার নারায়নগঞ্জে অভিযান চালিয়ে আসামি জাহিদুলকে গ্রেফতার করে।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর গণমাধ্যম কর্মীদের প্রেস ব্রিফিংয়ে জানান, উল্লাপাড়ার থানার জিআর মামলা নং ২২১/১৮ মুলে ১৮৭৮ সালের (এ), (এফ) ধারায় আসামি মোঃ জাহিদুল ইসলামকে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা প্রদান করে বিজ্ঞ আদালত।
শনিবার রাতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ওয়ারেন্ট মুলে নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে রবিবার সকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।