ইসলামপুরে দূর্ভোগ লাগবে বাঁধ-কাম রাস্তা নির্মানের দাবী

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দূর্ভোগ লাঘবে যমুনার দূর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের কাশারীডোবা খালের উপর বাঁধ-কাম রাস্তা নির্মানের দাবী জানিয়ে স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।

ইসলামপুরে দূর্ভোগ লাগবে বাঁধ-কাম রাস্তা নির্মানের দাবী



গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের নিকট জন প্রতিনিধি ও এলাকাবাসী স্বাক্ষরিত স্মারক লিপি প্রদান করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মন্ডল, অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

জানাগেছে, ইউনিয়নের কাশারীডোবা গ্রামে খাল থাকায় বর্ষা মৌসুমে গ্রামটি দুইভাগে বিভক্ত হয়ে প্রায় সাত হাজার মানুষের যাতায়াতের চরম ভোগান্তির শিকার হতে হয়। 

এতে একপার্শে ফরিদুল হক খান দুলাল বাজার,বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,হাফেজিয়া মাদরাসা,কমিউনিটি ক্লিনিক, অন্যপাশে কাশারীডোবা নতুন বাজার,সরকারী প্রাথমিক বিদ্যালয়,ঠনঠনিয়া পাড়া এবতেদায়ী মাদরাসা যাতায়াতে কোমলমতি শিক্ষার্থী সহ কৃষকদের উৎপাদিত ফসল ঘরে তুলতে  চরম ভোগান্তির শিকার হতে হয়।
এছাড়াও ফরিদুল হক খান দুলাল বাজার থেকে উলিয়া বাজার অভিমুখী একটি পাকা রাস্তা ইতিমধ্য অনুমোদিত হলেও বাঁধ-কাম রাস্তা না থাকায় পাকা করণ বাস্তবায়ন স্থগিত রয়েছে। 

এলাকাবাসীর দাবী, ২শত ৫০ মিটার স্বল্প প্রশস্ত বাঁধটি নির্মান হলে ইউনিয়নের আমতলী,ঠনঠনিয়া পাড়া,জোড়ডোবা,ইন্দুলামারী,নামার চর,কোদালধোয়া,কটাপুর,রাজাপুর,ভাংবাড়ী,চিনাডুলী ইউনিয়নের নয়াপাড়া,আলীপাড়া এবং বেলগাছা ইউনিয়নের শিলদহ,সিন্দুরতলী গ্রামের সাথে যোগাযোগ সৃষ্টি হবে এবং যাতায়াতের পথ সুগম হবে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন- দূর্গম চরাঞ্চলের দূর্ভোগ লাঘবে ধর্মমন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top