জামালপুর সংবাদদাতা: জামালপুরে মাদক মামলার পলাতক আসামী আতিকুর রহমান রাজু (৩০)কে আটক করেছে র্যাব-১৪।
২৪ ফেব্রæয়ারি সন্ধ্যার দিকে বেলটিয়া পলিশা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাজু বেলটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
র্যাব-১৪ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জুলফিকার আলী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে জামালপুর ডিবির অভিযানে মাদকসহ রাজুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের হয়।
বিজ্ঞ আদালত দীর্ঘ শোনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় ২০২৩ সালের ৩০ অক্টোবর ১ বছর সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে।
ওদিকে মামলায় জামিনের পর রাজু আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃত আসামীকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।