শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রাজিবপুরে গাঁজার গাছসহ সিদ্দিক আলী (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জামালপুর র্যাব-১৪।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজিবপুর উপজেলার মরিচাকান্দি এলাকায় তার নিজ বাড়ী থেকে গাঁজার গাছসহ তাকে আটক করে র্যাব। সে মরিচাকান্দি গ্রামের মৃত সাদেক আলী ছেলে বলে জানা যায়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী বলেন, আমাদের একটি চৌকস টিম কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রৌমারী-রাজিবপুর মহাসড়কের সাথে মরিচাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ১২ ফুট ৫ ইঞ্চি উচ্চতার একটি গাঁজার গাছসহ আটক করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে গাঁজার গাছ ক্রয়, বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য রাজিবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।