রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘আট আনায় জীবনের আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী অমর একুশের গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি প্রধান অতিথি হিসেবে ১৪তম গ্রন্থমেলার উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ চত্বরে এ গ্রন্থমেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ বছর মেলায় বই, খেলনা ও খাবার সহ ৭০টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও মেলায় রয়েছে শিশু কিশোরদের বিনোদনের জন্য নাগোরদৌলা, চড়কিসহ বিভিন্ন রাইড। রয়েছে ভিন্ন ধর্মী নানা খাবারের দোকান। একইসঙ্গে প্রতিদিন সন্ধ্যায় মেলার মঞ্চে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
২০১০ সাল থেকে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের মাসিক আট আনা চাঁদার অর্থে উল্লাপাড়ায় গ্রন্থমেলার আয়োজন করে আসছে উপজেলা প্রশাসন।
প্রতি বছরের মতো এবারও মেলা উপলক্ষে শিশু কিশোরদের লেখা নিয়ে ‘ফাগুনের আবাহন’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে।
মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা জানান, বর্তমান প্রজন্মকে ভাষা আন্দোলনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করতে প্রতিবছরের ন্যায় এ বছরেও মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী বিভিন্ন স্মৃতিস্তম্ব, বধ্যভূমি, গণকবরের ছবি ও রনাঙ্গনের কাহিনী নিয়ে কিছু লেখা স্মরণিকায় সন্নিবেশিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মোঃ মনিরুজ্জামান পান্না, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) খাদিজা খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।