জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ব্যাংক গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ২৭ ফেব্রুয়ারি দুপুরে মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এর আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন-জামালপুর বিকেবির মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-ময়মনসিংহ বিকেবি’র মহা ব্যবস্থাপক জামিল আহম্মেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা আ’লীগ স¤পাদক মো: জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেসিমন আখতার প্রমুখ।
সভায় ৪০ জন কৃষকের মাঝে প্রায় ১ কোটি টাকার উন্মুক্ত ঋণ বিতর করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন-ইসলামপুর কৃষি ব্যাংক কর্মকর্তা শামিউল হাসান শামীম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।