নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। 

নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত



একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, থানা ও হাইওয়ে পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌরসভা, উপজেলা জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব, ফায়ার স্টেশন, ছাত্রলীগ, বর্ষণ নূরাণী শিশুসদন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, গ্রাম পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি এবং আধা-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে। 

এরপর ১ মিনিট নিরবতা পালন শেষে ভাষা শহীদদের রুহের মাহফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. ওমর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, থানার ওসি আজমগীর হোসাইন আজম, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবনী আকতার বানু, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়াসহ মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top